নিজস্ব প্রতিবেদক :
সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক আহবায়ক মুহাম্মদ গিয়াস উদ্দিনকে সভাপতি ও সাবেক সদস্য সচিব গোলাম ফারুক খোকনকে সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৭ জুন) বিকেলে সিদ্ধিরগঞ্জের গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত জেলা বিএনপির সম্মেলনে এ কমিটি ঘোষণা করেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
সম্মেলনে নতুন কমিটির নির্বাচিতদের নাম ঘোষণা করে তিনি বলেন, ‘সভাপতি পদে মুহাম্মদ গিয়াস উদ্দিন বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। আর সাধারণ সম্পাদক পদে দুজন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। তবে জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব আজ প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। সে হিসেবে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক খোকন নতুন কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
দলীয় সূত্র বলছে, সম্মেলনকে ঘিরে গত ১২ জুন নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। ১৩ জুন সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনোয়নপত্র বিরতণ করা হয় এবং একই দিনে জমা দেওয়ার শেষ সময়। ১৪ জুন মনোনয়ন পত্র প্রত্যাহারের তারিখ নির্ধারণ করা হয়। ওই দিন বিকেলে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। সেদিন সভাপতি পদে মুহাম্মদ গিয়াসউদ্দিন ব্যতীত অন্য কেউ সভাপতি পদে মনোনয়নপত্র গ্রহণ না করলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গোলাম ফারুক খোকন ও বিগত কমিটির যুগ্ম-আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব মনোনয়নপত্র সংগ্রহ করেন । তবে মাসুকুল ইসলাম রাজিব নির্বাচন থেকে সরে দাঁড়ালেগোলাম ফারুক খোকন বিনাপ্রতিদ্বন্দ্বীতায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। আর কমিটির আকার হতে পারে ১৫১ সদস্য বিশিষ্ট।
সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু সহ প্রমুখ।
এর আগে, ২০০৯ সালের ২৫শে নভেম্বর শহরের আলী আহমেদ চুনকা পৌর মিলনায়তনে জেলা বিএনপির সর্বশেষ সম্মেলনে তৈমূর আলম খন্দকারকে সভাপতি ও কাজী মনিরুজ্জামানকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধরণ সম্পাদক করা হয়। কিন্তু ৭ বছরেও তারা পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে না পারায় ২০১৭ সালের ১৩ ফেব্রুয়ারি জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামানকে সভাপতি ও জেলা যুবদলের সাবেক সভাপতি অধ্যাপক মামুন মাহমুদকে সাধারণ সম্পাদক করে জেলা কমিটি ঘোষণা করা হয়। সাড়ে ৩ বছর পর সেই কমিটি ভেঙে দিয়ে ২০২০ সালের ৩১ ডিসেম্বর কেন্দ্র থেকে পুনরায় অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে আহ্বায়ক ও অধ্যাপক মামুন মাহমুদকে সদস্য সচিব করে জেলা বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। তবে ২০২২ সালের জানুয়ারি মাসে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে মেয়র নির্বাচন করায় তৈমূর আলম খন্দকারকে আহ্বায়কের পদ থেকে সরিয়ে দিয়ে মনিরুল ইসলাম রবিকে ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয় । ওই বছরের ১৫ নভেম্বর মনিরুল ইসলাম রবি ও মামুন মাহমুদের আহ্বায়ক কমিটি ভেঙে দিয়ে কেন্দ্র থেকে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিনকে আহ্বায়ক ও জেলা যুবদলের আহ্বায়ক গোলাম ফারুক খোকনকে সদস্য সচিব করে ৯ সদস্যবিশিষ্ট জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।