বন্দর প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের দুই দিন পর বাড়ির সামনের ডোবা থেকে আবু বক্কর (২১) নামে এক ওয়ার্কশপ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৯ জুন) দুপুরে বন্দর কলাবাগ এলাকার পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আবু বক্কর বন্দর কলাবাগ এলাকার হারুন অর রশীদ মিয়ার ছেলে। গত ১৭ জুন সকালে বন্দর কলাবাগ এলাকার নিজ বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
স্থানীয়রা জানান, শনিবার সকালে আবু বক্কর কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। অনেক স্থানে খোঁজাখুঁজি করেও নিখোঁজের কোনো সন্ধান পায়নি তার পরিবার। সোমবার বন্দর কলাবাগ এলাকাবাসী পুকুরে মরদেহ ভাসতে দেখে বন্দর থানা পুলিশে সংবাদ দেয়। পরে তারা এসে মরদেহ উদ্ধার করে।
বন্দর থানার এসআই আহাদুজ্জামান বলেন, এলাকাবাসীর সংবাদের প্রেক্ষিতে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। সেইসঙ্গে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।