নিজস্ব প্রতিনিধি:
লেকের ধারের গাছের ডগার কচি পাতায় যখন পড়ন্ত বিকাল, হালকা মৃদু বাতাস, আর কৃষ্ণচূড়া গাছের শুকনো বাদামি পাতা ঝরে পড়ার ক্ষীণ আওয়াজে বিচলিত। এই তৃপ্তিপ্রদ পরিবেশে পাশের গাছের ছায়ায় নরম ঘাসের ওপর যদি শুয়ে-বসে, ছড়িয়ে-ছিটিয়ে থাকা একদল বই প্রেমী বইয়ে বুঁদ হয়ে রয়েছেন। তারা নিরবে বই পড়া কার্যক্রমে অংশগ্রহণ করেছেন।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) গুড়িগুড়ি বৃষ্টিকে উপেক্ষা করেই নারায়ণগঞ্জ জল্লারপাড় লেক পার্কে ছুটে এসেছিল একঝাঁক তরুন বইপ্রেমী।
বই পিপাসুদের মতে, বই পড়ার এমন চিত্র ঢাকা শহরে সচরাচর চোখে পড়ে না। ভারতের বেঙ্গালুরুর কার্বন পার্কে প্রথম শুরু হয় সাইলেন্ট রিডিংয়ের ভাবনাটি। যেখানে অগণিত বইপ্রেমী মানুষ কর্মব্যস্ত জীবনের ক্লান্তি থেকে নিজের আত্মাকে একটু ফুরসত দিতে সপ্তাহের বিশেষ কোনো দিনে জড়ো হোন পার্কে। সেখানে কথাবার্তা সব চলে চোখ আর আঙুলের ইশারায়। তাদের উদ্দেশ্য বই পড়া এবং অন্যকে বিরক্ত না করা। ঠিক তেমনি ঢাকাতেও শুরু করেন একটা স্বেচ্ছাসেবী সংগঠন। সেই থেকে অনুপ্রেরণা নিয়েই স্মাইল নারায়ণগঞ্জ শাখা আয়োজন করেন নিরবে বই পড়া কার্যক্রম।
টানা ২ ঘণ্টা প্রকৃতির শান্ত পরিবেশে বই পড়ে ফুরফুরে চিত্তে বাড়ি ফেরেন তারা, এই ছোট্ট কাজটি তাদের সারা সপ্তাহের যান্ত্রিক জীবনে কর্মশক্তি জোগায়।
আয়োজন শেষে স্মাইল নারায়ণগঞ্জ শাখার সদস্য মো: সাকিব প্রধান এর পক্ষ থেকে তার স্ব লেখা বই নীড় হারা পাখি বইটি সবাইকে উপহার সরূপ দেয়া হয়। বই পড়ার এই চমৎকার কর্মসূচিতে সবাইকে অংশগ্রহণ করার অনুরোধ জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে।