সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে জুনায়েদ হাসান আল-আমীন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (২৭ আগস্ট) বিকেলে ভূমিপল্লী এলাকায় এ ঘটনা ঘটে।
জুনায়েদ একই এলাকার সাইফুল মঞ্জিলের ভাড়াটিয়া এসএম ইদ্রিসের ছেলে। তিনি দীর্ঘদিন ধরেই মানসিক ভারসাম্যহীন ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিপল্লী এলাকার ইসমাইল করিমের মালিকাধীন ১০ তলা ভবনের ৮ তলা থেকে পড়ে জুনায়েদের মৃত্যু হয়। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, নিহত যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি একটি বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে মারা গেছেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হবে