নারায়ণগঞ্জ-৪ আসনে নৌকার মনোনয়ন পাওয়ায় সংসদ সদস্য শামীম ওসমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগ নেতা ও সমাজসেবক মাকসুদুর রহমান জাভেদ।
রবিবার (২৬ নভেম্বর ) বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেই তালিকায় শামীম ওসমানের নাম প্রকাশ করা হয়েছে।
আওয়ামী লীগ নেতা ও সমাজসেবক মাকসুদুর রহমান জাভেদ বলেন, এই আসনে এমপি শামীম ওসমানের বিকল্প নাই। শামীম ওসমানের বিকল্প শুধু শামীম ওসমান।শামীম ভাইয়ের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করে ঘরে ফিরবো।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে শামীম ওসমানের নেতার প্রয়োজন আছে। শামীম ওসমান মানে আওয়ামী লীগ, শামীম ওসমান মানে নারায়ণগঞ্জের আপামর জনসাধারণের হৃদয়ের স্পন্দন।