নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পণ্যবাহী একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ট্রাক চালকের সহকারী সায়মন (২০) দগ্ধ হয়েছে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে উপজেলার শিংলাবো এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকা থেকে টাইলস নিয়ে একটি ট্রাক সিরাজগঞ্জে যাচ্ছিল। ট্রাকটি এশিয়ান হাইওয়ের (ঢাকা বাইপাস রোড) শিংলাবো এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা পেট্রল বোমা ছোড়ে। এতে ট্রাকটির সামনে অংশে আগুন ধরে যায়। এ সময় ট্রাকের চালক নামতে পারলেও চালকের সহকারী মো. সায়মন (২০) দগ্ধ হন। তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, দুর্বৃত্তরা পণ্যবাহী একটি ট্রাকে পেট্রল বোমা ছোড়ে মারে। এতে ট্রাকে আগুন ধরে যায়। এ সময় ট্রাকের হেলপার দগ্ধ হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। দুর্বৃত্তদের চিহ্নিত করতে পুলিশ কাজ করেছে।