নারায়ণগঞ্জের বন্দরে পূর্ব শত্রুতার জের ধরে মনিরুজ্জামান মনু (৪২) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ জুন) বিকেলে উপজেলার মদনপুরে এ ঘটনা ঘটে। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাতে এই ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, কয়েকজন যুবক ওই ব্যক্তিকে লাঠি দিয়ে এলোপাথারি পিটিয়ে হত্যা করছে। এ সময় একজন যুবক তার বুকে চাপ দিয়ে বসে রয়েছে। আর কয়েকজন যুবক দুপাশ থেকে তাকে লাঠি দিয়ে পিটিয়েছে।
নিহত মনিরুজ্জামান মনু নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের মদনপুর এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত নিজ এলাকা ছেড়ে গাজীপুরের কাপাসিয়া এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করে আসছিলেন
মনিরুজ্জামান মনু। তবে বন্দর উপজেলার পাশ্ববর্তী সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় কুতুবপুর এলাকায় মামি মারা যাওয়ার খবর পেয়ে শুক্রবার দুপুরে নিজ বাড়িতে আসেন তিনি। বিকেলে তার উপস্থিতি টের পেয়ে প্রতিপক্ষের লোকজন তাকে মারধর করে ও গুলি করে হত্যা করেছে।
হামলার বর্ণনা দিয়ে নিহত মনুর ছেলে মিনহাজ বলেন, ওই এলাকার নুরা মিয়ার তিন ছেলে মিঠু, টিটু ও মনিরের নেতৃত্বে ১০-১২ জনের একটি বাহিনী আমার বাবার ওপর হামলা চালিয়েছে। তারা আমার বাবাকে ঘর থেকে বের করে প্রথমে পিটিয়ে ও গুলি করে তাকে আহত করেছে। পরবর্তীতে তাকে কুপিয়েছে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, হামলা চালিয়ে তাকে আহত করা হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মূলত পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।