স্টাফ রিপোর্টার :
ফতুল্লায় শাহ সিমেন্টের গাড়ি চাপায় সালাউদ্দিন নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। শুক্রবার (১ সেপ্টেম্বর) ভোরে পঞ্চবটী-মুক্তারপুর সড়কের এ ঘটনা ঘটে।
নিহত ব্যাটারী চালিত অটোরিকশা চালক সালাউদ্দিন বরিশাল জেলার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জগামী সিমেন্টবাহী গাড়ীটি দ্রুতগতিতে যাচ্ছিল। উল্টো দিক থেকে আসা অটোরিকশাকে চাপা দিলে দুমড়ে মুচড়ে যায় অটোরিকশা। সাথে সাথে মৃত্যু বরণ করে অটোরিকশা চালক। এসয়ম নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায় সিমেন্টবাহী গাড়ি। চালক কৌশলে পালিয়ে যায়।
নিহত চালকের বোন জামাতা জানান, রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতো সালাউদ্দিন। প্রতিদিনের মতো আজ ভোর ৫টায় বের হয়। সকাল সাড়ে ৬টায় জানতে সড়ক দুর্ঘটনা ঘটেছে। পরে দিয়ে জানতে পারে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
ফতুল্লা মডেল থানায় অফিসার ইনচার্জ ওসি শেখ নুরে আযম জানান, এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। সড়কে উল্টে থাকা গাড়ীটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।