ফতুল্লায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লা নন্দলালপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে মো. নিহার আলী ওরফে মেহের আলী (৬৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ আগস্ট) সন্ধ্যা পৌনে ৬টায় ঢাকা-নারায়ণগঞ্জ রুটের রেলপথে এই ঘটনা ঘটে।

নিহত মো. নিহার আলী ওরফে মেহের আলী গেন্ডারিয়ার মীর হাজির বাগ এলাকার মৃত তোফাজ্জল হোসেন সরদারের ছেলে। বর্তমানে তিনি পরিবার নিয়ে নন্দলালপুর মেডিকেল গলির নাসিমা বেগমের বাড়িতে ভাড়া থাকতেন। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

বিয়ষটি নিশ্চিত করেছে নারায়ণগঞ্জ স্টেশন মাস্টার কামরুল ইসলাম জানান, ট্রেনে কাটা পরে মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ পাঠানো হয়েছে।