ফতুল্লায় পিকআপভ্যানের চাপায় প্রাণ গেলো নারীর

স্টাফ রিপোর্টার :

নারায়ণগঞ্জের ফতুল্লায় পিকআপভ্যানের চাপায় রমিছা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে পিকআপভ্যানসহ চালককে আটক করে পুলিশে দেন।

শনিবার (২৯ জুলাই) রাত পৌনে ৯টায় ফতুল্লার পশ্চিম সস্তাপুর কাস্টমের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

রমিছা বেগম সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার চরকুদুরী গ্রামের আব্দুল মোতালেবের স্ত্রী।তিনি স্বামী সন্তানসহ ফতুল্লার কোতালেরবাগ এলাকায় রহুল মোল্লার বাড়িতে ভাড়া থাকতেন।

আটককৃত গাড়ির চালক এরশাদকে (৩৫) জয়পুর হাট জেলার ক্ষেতলাল থানার চৌমুহুনী গ্রামের রেজাউল করিমের ছেলে। তিনি ফতুল্লার ইসদাইর বুড়ির দোকান এলাকার জাহাঙ্গীরের বাড়িতে ভাড়া থেকে গাড়ি চালান।

নিহতের ছেলে রবিন জানান, তার মা বাসা বাড়িতে ঘুরে কাপড় বিক্রি করেন, আর তার বাবা রিকশা চালান।রাতে তার মা দোকানে দুধ কিনতে গেলে তখন বেপরোয়া গতিতে আসা একটি পিকআপভ্যান তার মাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মায়ের মৃত্যু হয়।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হারেজ শিকদার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। গাড়ির চালক এরশাদকে (৩৫) আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।