ফতুল্লায় পোশাক কারখানার আগুনে আহত ৩৫ শ্রমিক

স্টাফ রিপোর্টার :

নারায়ণগঞ্জের ফতুল্লা শিল্প নগরীর ফকির এ্যাপারেল নামে পোশাক কারখানায় লাগা আগুনে ৩৫ জন শ্রমিক আহত হয়েছেন। আহতদের শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সোমবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০ টায় কারখানায় আগুন লাগলে শ্রমিক হতাহতের ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। 

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আবাসিক অফিসার এস কে ফরহাদ।

এর আগে, সকাল সাড়ে ১০ টায় কারখানাটিতে আগুন লাগে। এই খবর শুনে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. হামিদুর রহমান বলেন, সকাল সাড়ে ১০ টার দিকে আগুন লাগলে ফায়ার সার্ভিসের ৬টি ‍ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ১৫-২০ জন শ্রমিক আহত হয়েছেন। আগুনের ধোঁয়া, কাচের টুকরো সহ নানা কিছু দিয়ে শ্রমিকরা আহত হয়েছে। তবে আহতের নির্দিষ্ট সংখ্যা হাসপাতালের চিকিৎসকরা নিশ্চিত করে বলতে পারবে। আর আগুনে কারখানাটির মেশিনারিজ ও কাপড় পুড়ে গেছে। তবে আগুনের সূত্রপাত জানা যায়নি। তদন্ত করে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা সম্ভব হবে।

অগ্নিকাণ্ডের ঘটনায় আহত শ্রমিকদের প্রসঙ্গে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের আবাসিক অফিসার এস কে ফরহাদ বলেন, ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৫ জন শ্রমিক আহত হয়েছেন। এদের মধ্যে দগ্ধ রয়েছে এবং ধোঁয়ায় আহত হয়েছেন অনেকে। প্রাথমিক চিকিৎসা দিয়ে অধিকাংশ শ্রমিককে ছেড়ে দেওয়া হয়েছে। মাত্র ৭ জন শ্রমিক কে এখন হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

এদিকে সকালে পোশাক কারখানার আগুন নেভাতে গিয়ে পথিমধ্যে স্ট্রোক করে জাহাঙ্গীর নামে ফায়ার সার্ভিসের এক চালক মারা গেছেন। এ সময় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে আরও একাধিক যানবাহনে ধাক্কা দিয়েছেন। এতে আরও একজন ব্যক্তি গাড়ি চাপায় নিহত হয়েছেন। 

বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইদুজ্জামান বলেন, ‘গাড়ি চালানোর সময় ফায়ার সার্ভিসের গাড়ি চালক স্ট্রোক করে মারা যায়। এতে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশা ও প্রাইভেটকারে সহ একাধিক যানবাহনে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রী ছিটকে সড়কে পড়ে যায়। এ সময় একটি বাসের চাকায় পিষ্ট হয়ে ওই যাত্রী মারা যান। এই ঘটনায় আরও অন্তত ৫-৭ জন আহত হয়ে খানপুর হাসপাতালে ভর্তি রয়েছেন। 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ বলেন, ফতুল্লায় ফকির এপারেলস কারখানার আগুন নিয়ন্ত্রণে আছে। সেখানে যাওয়ার সময়ে ফায়ার সার্ভিসের একটি গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। দুজন মারা গেছে। বিস্তারিত পরে বলতে পারবো।