নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি কোল্ডস্টোরেজে মজুত রাখা প্রায় ছয় লাখ ডিম বাজারে বিক্রির নির্দেশ দিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (৬ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ফতুল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই ডিমের সন্ধান পায় তারা।
অভিযানে দাপা ইদ্রাকপুর এলাকার রহমত উল্লাহ কোল্ডস্টোরেজ, ধর্মগঞ্জ এলাকার শাহীন অ্যান্ড ব্রাদার্স ও আদর্শ কোল্ডস্টোরেজ পরিদর্শন করে তারা। এ সময় শাহীন অ্যান্ড ব্রাদার্সে ৫ লাখ ৯১ হাজার ডিম মজুত দেখতে পান। সঙ্গে সঙ্গেই মালিক তাজুল ইসলাম ও মাসুদুর রহমান মাসুদকে আজকের (বুধবারের) মধ্যে ডিমগুলো কোল্ডস্টোরেজ থেকে বের করে বাজারে বিক্রির নির্দেশ দেন কর্মকর্তারা।
এ বিষয়ে অধিদপ্তরের ঢাকা বিভাগীয় উপপরিচালক বিকাশ চন্দ্র দাস বলেন, ‘ ফতুল্লার একটি স্টোরেজে প্রায় ছয় লাখ ডিমের মজুত পেয়েছি। ডিমগুলো আজকের মধ্যে সরবরাহের নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যথায় বৃহস্পতিবার ভোক্তা অধিদপ্তর নিজ দায়িত্বে ডিমগুলো জব্দ করে বাজারে সরবরাহ করবে।’
তিনি আরও বলেন, সরকার ডিম আমদানির অনুমতি দেওয়ার পর থেকে ডিমের দাম কমতে শুরু করেছে। এরই মধ্যে কিছু অসাধু ব্যবসায়ী কোল্ডস্টোরেজে ডিম মজুত শুরু করে। তারা মূলত বাজার অস্থিতিশীল করার উদ্দেশ্যে এ কাজ করছে। এর ধারাবাহিকতায় আমরা বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছি।
এ সময় আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল জব্বার মণ্ডল, নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান, ক্যাব নারায়ণগঞ্জের জয়েন্ট সেক্রেটারি বিল্লাল হোসেন রবিন ও জেলা পুলিশের সদস্যরা সহ প্রমুখ।