ফতুল্লায় হোসিয়ারি শ্রমিকের গলাকেটে হত্যার অভিযোগ

ফতুল্লা প্রতিনিধি :

নারায়ণগঞ্জের ফতুল্লায় নয়ন সিকদার (১৭) নামে এক কিশোরের গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। শুক্রবার (৭ জুলাই) রাতে মাসদাইর বোয়ালিয়া খাল এলাকায় এ ঘটনা ঘটেছে।

 নয়ন সিকদার শহরের গলাচিপা এলাকার জালাল সিকদারের ছেলে। সে স্থানীয় একটি হোসিয়ারিতে কাজ করতেন।

কান্নাজড়িত কণ্ঠে নিহতের বাবা জালাল সিকদার বলেন, ছুরিকাঘাত করে আমার ছেলেকে হত্যা করেছে। কিন্তু আমার ছেলেকে কেন মারলো আর কারা মারলো তা জানা নাই। আমি আমার ছেলে হত্যার বিচার চাই। 

স্থানীয় সূত্রে জানা গেছে, অস্ত্রশস্ত্র নিয়ে একদল কিশোর ছেলেদের বোয়ালিয়া খালের দিকে যেতে দেখেছে। এর কিছুক্ষণ পর এই ঘটনা ঘটেছে। পরে আহত অবস্থায় নয়নকে শহরের জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া বলেন, নিহতের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে । তবে কারা তাকে ছুরিকাঘাত করেছে তা নিশ্চিত নয়। তদন্ত চলছে। এই ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।