ফতুল্লা প্রতিনিধি :
নারায়ণগঞ্জের ফতুল্লা প্রেস ক্লাবের ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দৈনিক শেয়ার বিজ পত্রিকার জেলা প্রতিনিধি আবদুর রহিমকে সভাপতি এবং স্থানীয় দৈনিক সোজাসাপটা পত্রিকার রিপোর্টার নিয়াজ মো. মাসুমকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফতুল্লা প্রেস ক্লাবের হলরুমে দুই বছর মেয়াদি এই কমিটি গঠন করা হয়।
ওই কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি সেলিম মুন্সি (দৈনিক যায়যায়দিন), পিয়ার চাঁন (দৈনিক সচেতন), যুগ্ম সম্পাদক আলামিন প্রধান (দৈনিক যুগান্তর), কোষাধ্যক্ষ শাকিল আহমেদ ডিয়েল (নারায়ণগঞ্জের খবর), সাংগঠনিক সম্পাদক আ. আলিম লিটন (দৈনিক অগ্রবাণী), দপ্তর সম্পাদক মো. বদিউজ্জামান (বিজয় টিভি), প্রচার সম্পাদক মাসুদ আলী (দৈনিক ডান্ডিবার্তা), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প.ম.আজিজ (দৈনিক প্রভাত)। কার্যকরি সদস্য রিয়াদ মো. চৌধুরী (আমাদের নারায়ণগঞ্জ), মো. রাশেদ (নারায়ণগঞ্জ মেইল), মো. সেলিম হোসেন (নারায়ণগঞ্জের খবর)।
ফতুল্লা প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর উপস্থিতিতে দুই বছরের জন্য এই কমিটি গঠন করা হয়। কমিটি ঘোষণা করেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন।
এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সোজাসাপটার সম্পাদক আবু সাউদ মাসুদ, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, দৈনিক মানব জমিনের স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন রবিন, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রচার সম্পাদক কামাল উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ লিটন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু প্রমুখ।