ফতু্ল্লায় মাদক কারবারির যাবজ্জীবন

আদালত
আদালত

ফতুল্লায় মাদক মামলায় মো. নয়ন (৪৭) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  সেই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মো. আমিনুল হক এ রায় দেন।

মো. নয়ন ফতুল্লার কুতুবপুরের পিলকুনি হিন্দুপাড়া এলাকার মো. ছালামের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর কাইউম বলেন, ২০২২ সালের ১৫ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে কুতুবপুরের পিলকুনি হিন্দুপাড়া এলাকা থেকে নয়নকে হেরোইনসহ আটক করে নারায়ণগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সেই ঘটনায় মামলা করা হলে বিচার কার্যক্রম শেষে আদালত এই রায় ঘোষণা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *