স্টাফ রিপোর্টার :
নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকায় ফায়ার সার্ভিসের চলন্ত গাড়িতে স্ট্রোক করে চালক নিহত হয়েছে। এ সময় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা, প্রাইভেটকার ও একাধিক যানবাহনে ধাক্কা দিলে আরও একজন নিহত সহ অন্তত ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রিকশা চালক সিরাজুল ইসলাম সহ দুইজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নিহতরা হলেন- ফায়ার সার্ভিস কর্মী জাহাঙ্গীর আলম, পথচারী শাহাবুদ্দিন শাবু, পরিবহন ম্যানেজার মো. আমজাদ ও রিকশা চালক সিরাজুল ইসলাম। আহতরা হলেন- ইরানি, নাজমা, সারা বেগম , রোকন ও রেশমা বেগম।
আহতদের আশপাশের লোকজন উদ্ধার করে শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। পরে তাদের অবস্থার আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রিকশা চালক সিরাজুল ইসলামের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাড়ির ইনচার্জ বাচ্চু মিয়া। তিনি জানান, মরদেহ ঢামেক মর্গে রয়েছে।
এর আগে সকালে ফতুল্লায় ফকির এপারেলস কারখানার আগুন নিয়ন্ত্রণের উদ্দেশ্যে ফায়ার সার্ভিসের একটি গাড়ি ঘটনাস্থলে ছুটে যাওয়ার সময় পথিমধ্যে চালকের মৃত্যু হয়।
এ বিষয়ে সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইদুজ্জামান বলেন, ‘গাড়ি চালানোর সময় ফায়ার সার্ভিসের গাড়ি চালক স্ট্রোক করে মারা যায়। এতে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশা ও প্রাইভেটকারে সহ একাধিক যানবাহনে ধাক্কা দেয়। এতে একজন পথচারী বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। এই ঘটনায় আরও অন্তত ৫-৭ জন আহত হয়ে খানপুর হাসপাতালে ভর্তি রয়েছেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ বলেন, ফতুল্লায় ফকির এপারেলস কারখানার আগুন নিয়ন্ত্রণে আছে। সেখানে যাওয়ার সময়ে ফায়ার সার্ভিসের একটি গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। দুজন মারা গেছে। বিস্তারিত পরে বলতে পারবো।