বক্তাবলী পরগনা ফরায়েজি আন্দোলন ও ময়ালীর সিনিয়র যুগ্ম মহাসচিব জসিম উদ্দিন

নিজস্ব প্রতিনিধি :

বক্তাবলী পরগনা ফরায়েজি আন্দোলন ও ময়ালী কমিটির পঞ্চ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মুফতি মোঃ মোক্তার হোসেন কে মহাসচিব ও মোঃ জসিম উদ্দিন কে সিনিয়র যুগ্ম মহাসচিব নির্বাচিত করা হয়েছে।

শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে ফতুল্লা বক্তাবলী ইউনিয়নের রাজাপুর সরকারী প্রথামিক বিদ্যালয় মাঠের সম্মেলন অনুষ্ঠিত হয়। 

এছাড়া কমিটিতে চার জনকে যুগ্ম মহাসচিব করা হয়েছে। তারা হলেন- মোঃ নজরুল ইসলাম বাবুল, সরদার সালাহউদ্দিন, মোঃ নুর আলম সিদ্দিকী ও আঃ কুদ্দুছ। 

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহাদুরপুরের পীর মবিন উদ্দিন আহমাদ নওশীন মিয়া সাহেব, বক্তাবলী পরগনা ফরায়েজি আন্দোলন ও ময়ালী কমিটির সভাপতি আলহাজ্ব আবু বকর সিদ্দিক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।