বন্দরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

লাশ উদ্ধার

বন্দরে অজ্ঞাত এক ব্যক্তির (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ নভেম্বর) সন্ধায় বন্দর ১নং খেয়াঘাট এলাকা থেকে এ লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন নেই। এ পর্যন্ত লাশটির নাম পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম জানান, গত ৩ অক্টোবর বিকেল হতে সে বন্দর ১নং খেয়াঘাট এলাকায় অবস্থান নেয়। পরে চিকিৎসার অভাবে তার মৃত্যু ঘটে।