বন্দর প্রতিনিধি:
জিকির আসকার, মিলাদ, ওয়াজ মাহফিলসহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বন্দরের মদনগঞ্জ শান্তিনগর দরবার শরীফে দুই দিন ব্যাপী ওরস মোবারক সম্পন্ন হয়েছে।
খাদেমুল ফোকারা খাদেমুল ইসলাম পীরে কামেল হযরত শাহ সূফি ফজর আলী কাদরী ওয়াল চিশতির ১০ম ওফাত দিবস উপলক্ষ্যে দুই দিন ব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করে শান্তিনগর কাদরিয়া দরবার শরীফ।
বুধবার প্রথম দিন মাগরিবের পর থেকে শুরু হয় ওয়াজ মাহফিল ও জিকির আসকার। প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন আলহাজ্ব মাওলানা ক্বারী নোমান আল কাদরী, মাওলানা জাহাঙ্গীর আলম জালালী। পরে রাত ১২ টা এক মিনিটে গোসল মোবারক অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় দিন বৃহস্পতিবার আলোচনা সভা ও ভাব সংগীতের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান বাবু চন্দন শীল, বিশেষ অতিথি ছিলেন ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্জ মোখলেছুর রহমান চৌধূরী, সাবেক কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর, মোঃ শহীদুল্লাহ মাস্টার, হাজী কফিলউদ্দিন, সাংবাদিক আতাউর রহমান, দীন ইসলাম দীপু, লতিফরানা, কবির সোহেল, মোখলেছুর রহমান চিশতি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। শেষে বাউল সংগীত পরিবেশন করেন প্রখ্যাত বাউল শিল্পী আবুল সরকার ও মামুন সরকার।