বন্দরে দোকানে ডাকাতি করে ৫ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

বন্দর প্রতিনিধি :

বন্দরে মুদি দোকানের তালা ভেঙ্গে ৫ লাখ টাকার মালামাল লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে নাসিক ২০ নং ওয়ার্ড সোনাকান্দা পশ্চিম হাজিপুর মোড়ে এ ঘটনা ঘটে।

জানাগেছে, ৮/১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দোকানের ৬ টি তালা ভেঙ্গে দোকান থেকে চাউলের বস্তা ও ২ লাখ টাকার সিগারেট সহ ৫ লাখ টাকার মূল্যবান মালামাল পিকআপ ভ্যানে তুলে নিয়ে যায়।

এঘটনায় গতকাল বুধবার দুপুরে দোকান মালিক শাহ আলম বাদি হয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। দোকানদার শাহ আলম জানান, মঙ্গলবার রাত এক টার দিকে দোকান বন্ধ করে পাশ্বের রোমে ঘুমিয়ে ছিলাম। রাত ৩ টার দিকে ৮/১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল একটি পিকআপভ্যানে এসে দোকানের ৬ টি তালা ভেঙ্গে দোকানের সাটার খুলে মিনেকেট চাউলের বস্তা, ২ লাখ টাকার সিগারেট সহ ৫ লাখ টাকার মালামাল তুলে নিয়ে যায়। এসময় ঘুৃম থেকে উঠে ডাক চিৎকার শুরু করলে ডাকাতরা পিকআপ নিয়ে দ্রুত পালিয়ে যায়।

বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি আবু বকর ছিদ্দিক জানান, অভিযোগ পেয়েছি। ডাকাতি না চুরি খতিয়ে দেখা হচ্ছে। তবে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।