বন্দর প্রতিনিধি:
নারায়ণগঞ্জের বন্দরে নৈশ প্রহরী হত্যার ঘটনায় রবিউল নামে এক আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (১ আগস্ট) ফতুল্লা মাসদাইর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. রবিউল ঝালকাটি রাজাপুর পূর্ব ফুলহার এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে।
র্যাব-১১ সিনিয়র এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ২২ জুলাই রাতে বন্দরের সোনাকান্দি কবরস্থান রোড এলাকায় একটি নির্মাণাধীন তিন তলা ভবনের সামনে এক দল ডাকাত ওই ভবনে ডাকাতির চেষ্টা করে। এ সময় ভিকটিম নৈশ প্রহরী জয়নাল আবেদীন তাদেরকে বাধা দিলে ডাকাতরা ভিকটিমকে পেটে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়। রাত আনুমানিক সাড়ে ৩টায় ভিকটিম জয়নাল আবেদীন পেটে গামছা বেধে নিজ হাতে চেপে ধরে বাসায় যান। পরবর্তীতে পরিবারের লোকজন ভিকটিমকে প্রথমে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যান। সেখানে ভিকটিমের অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির দুদিন পর ২৩ জুলাই রবিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তারই প্রেক্ষিতে ভিকটিমের মেয়ে রোকসানা আক্তার নির্জনা (৪০) বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব আরও জানায়, নৃশংস এই হত্যাকান্ডে জড়িত পলাতক আসামীকে গ্রেফতারের লক্ষ্যে ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ডাকাত রবিউলকে সনাক্ত ও তার অবস্থান নিশ্চিত করে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।