নিজস্ব প্রতিনিধি :
ঢাকায় খেলবেন উল্লেখ করে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, নারায়ণগঞ্জ তো আমাদের বাড়ি-ঘর। তাই আমি বলতে চাই, নারায়ণগঞ্জে আমরা কারও সাথে কিছু খেলবো না। আমরা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে অসাম্প্রদায়িক শক্তি, স্বাধীনতার বিপক্ষের শক্তির সাথে স্বাধীনতার পক্ষে শক্তি, ধ্বংসের পরিবর্তে উন্নয়নের শক্তি- আমরা এই শক্তি চ্যালেঞ্জ করছি, নারায়ণগঞ্জ থেকে যাবো ঢাকা শহরে কখন কোথায় যাবে টাইম দাও? আমরা খেলবো। এবং জিতবো আমরা ইনশাআল্লাহ। সবাই প্রস্তুত থাকেন, সামনে লড়াই হবে জিতবো আমরা।
শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের ২ নং রেলগেট এলাকায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের ডাকা সমাবেশে তিনি এ কথা বলেন।
দেশের মানচিত্রে থাবা দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, এই সেপ্টেম্বরের শেষ দিকে অক্টোবর নাগাদ ওরা আমাদের মানচিত্রে থাবা দিবে। বাংলাদেশের গণতন্ত্রে ওই সাপগুলো গর্ত থেকে বের হয়ে আবার ছোবল দিবে। ওরা ক্ষমতায় আসার জন্য করবে না, ওরা বাংলাদেশকে ধ্বংস করার জন্য করবে।
গণতন্ত্রের কথা উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধুকে যেখানে হত্যা করা হয়েছিলে সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেদিন ঢুকতে দেওয়া হয়নি, তিনি দুই রাকাত নফল নামাজ পড়তে চেয়েছিলেন তাকে দেওয়া হয়নি তাদের সাথে গণতন্ত্রের কথা বলেবো? যারা জেলখানায় চারজন জাতীয় নেতাকে মেরেছে তাদের সাথে গণতন্ত্রের কথা বলবো ? যারা একুশে আগষ্ট ঘটিয়েছে তাদের সাথে গণতন্ত্রের কথা বলবো ? না, আমরা তাদের সাথে কথা বলবো না। আমরা এ দেশকে বাঁচাতো চাই।
প্রধানমন্ত্রীকে ফের আঘাত করার চেষ্টা করা হবে আশঙ্কা করে তিনি বলেন, আমরা যখন মাথা উঁচু করে দাঁড়িয়ে গেছি তখন পৃথিবীর বড় বড় শক্তির চোখ পড়েছে। ওনাকে (শেখ হাসিনা) আঘাত করার চেষ্টা করা হবে। কিছু হবেনা, একুশ বার আঘাত করা হয়েছে, ওনি মরেন নাই। ওই ইবলিশরা এটা বুঝে না, রাখে আল্লাহ মারে কে।
গ্যারান্টি দিয়ে তিনি বলেন, ১৪ বছর হয়েছে কাউকে ফুলের টোকা দেইনি। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কেউ অশ্লীল ভাষায় গালি দিবে এটা মেনে নিতে পারবো না। আমাদের মারলে কারো কাছে বিচার দিবো না। আমাদের পুলিশ দরকার নাই। নারায়ণগঞ্জে আমাদের ভেতরেও কিছু মোস্তাক আছে। তাদের আশ্রয় প্রশ্রয়ে থেকে যদি ভাবেন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে কি না। গ্যারান্টি দিয়ে বলছি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচিত হবে, ইনশাআল্লাহ।
বিএনপি দলকে হুঁশিয়ার করে তিনি বলেন, যারা মনে করছেন, আমাদের ভয় দেখাবেন গালি দিয়ে স্লোগান দিবেন। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, এনাফ ইজ এনাফ (যথেষ্ট হয়েছে)। দল বদল করা পলিটিক্যাল প্রস্টিটিউটদের কোন আদর্শ নাই। ভালো মানুষ ভালো মানুষ চিনে আর চোরায় চোর চিনে। বিএনপির মধ্যে ভাল মানুষদের সাইড করে দিয়ে এদেরকে বসিয়েছে। কারণ সামনে খুন-খারাপি করবে। ভদ্রভাবে রাজনীতি করেন কিছু বলবো না। কিন্তু, নারায়ণগঞ্জের মাটিতে আজকের পর থেকে যদি জাতির পিতা ও তার কন্যাকে নিয়ে কোন অশ্লীল গালি দিয়ে স্লোগান দেওয়া হলে, আমরা ছেড়ে দিবো না।
এ সময় আরও উপস্থিত ছিলেন- প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মো. বাদল, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, সাধারণ সম্পাদক খোকন সাহা, সোনারগাঁ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু প্রমুখ উপস্থিত ছিলেন।