বিআইডব্লিউটিএ’র ঠিকাদারের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধ

বিআইডব্লিউটিএ’র ঠিকাদারের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধ

বন্দর প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের বন্দর একরামপুরে শিশু আয়াত বিআইডব্লিউটিএ’র নির্মানাধীন ওয়াকওয়ের গর্তের পানিতে ডুবে নিহত হওয়ার ঘটনায় এলাকাবাসী, বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা মানববন্ধর করেছে।

মঙ্গলবার সকাল ১০ টায় বন্দরের একরামপুরে মানববন্ধন করা হয়। এলাকাবাসাীর অভিযোগ বিআইডব্লিউটিএ’র শীতলক্ষ্যার তীরে ওয়াকওয়ে নির্মান ঠিকাদারের গাফলতি ও ধীরগতিতে নির্মান কাজ করার ফলে শিশু আয়াত সেই গর্তে জমে থাকা পানিতে ডুবে নিহত হয়। তাই এলাকাবাসীর নির্মান ঠিকাদারের গাফলতির জন্য ঠিকাদরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, নির্মান ঠিকাদার রবিউল পবিত্র হজ্বের জন্য দেশের বাইরে রয়েছে। তবে সাব ঠিকাদার ফয়েজ জানান, মূল ঠিকাদার পবিত্র হজ্ব শেষে দেশে ফিরলে শিশুর পরিবারের সাথে আলোচনা করে সমাধান করা হবে বলে আশ্রাস দিলেও সে দায় এড়াতে চাচ্ছে। এছাড়া বিআইডব্লিউটিএ’র পোর্ট অফিসার এ বিষয়ে কোন উদ্যোগ না নেয়ায় এলাকাবাসী ক্সোভ প্রকাশ করেন। গত ২৬ মে একরামপুর এলাকার মানিক মিয়ার ছেলে শিশু আয়াত একরামপুর এলাকায় শীতলক্ষ্যার তীরে নির্মানাধীন ওয়াকওয়ের পিলারের জন্য খোড়া গর্তের পানিতে ডুবে মারা যায়।