অবরোধ সমর্থনে মহিলা দলের মিছিলে পারভীনের কঠোর হুঁশিয়ারি

এক দফা দাবি আদায়ের লক্ষ্যে বিএনপির ডাকা অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল বের করেছে কেন্দ্রীয় মহিলা দল। সোমবার (৪ ডিসেম্বর) সকালে রাজধানীর উত্তরায় মিছিলটি বের করা হয়। এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভেকেট রুহুল কবির রিজভী আহমেদ, কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি সুলতানা আহমেদ সহ কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার মিছিলে অংশগ্রহণ করেন। 

এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার বলেন, ‘স্বৈরাচারী হাসিনা সরকারের পাতানো নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে না। কারণ দেশের জনগণ ইতিমধ্যে ঘোষিত তফসিল প্রত্যাখান করেছে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে কোনো নির্বাচন করতে পারবেনা এই সরকার। এছাড়া দেশমাতা বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।’
এ সময় 

ঢাকা মহানগর উত্তরের মহিলা দলের সাবেক সভানেত্রী পিয়ারা মুস্তাফা, ঢাকা মহানগর উত্তরের মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুনা লায়লা সহ মহিলা দলের দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।