স্টাফ রিপোর্টার :
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক সাগর প্রধান বলেছেন, বিএনপির সমাবেশের একই দিনে আওয়ামী লীগ সমাবেশ ডেকেছে। যেকারণে মানুষের মধ্যে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে। নতুবা বিএনপির গণজোয়ার দেখে সরকার পতন হওয়ার সম্ভাবনাও ছিল। তবে এতো কিছু করেও বিএনপির জোয়ার ঠেকিয়ে রাখা যাবেনা। নেতাকর্মীরা সবাই ঐক্যবদ্ধ হয়েছে, বিজয় আমাদের হবেই।
বৃহস্পতিবার (২৭ জুলাই) এক বিশেষ সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আমাদের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে অভিযান চালানো হচ্ছে। অনেক নেতাকর্মীকে গ্রেফতার করেছে। তবুও নেতাকর্মীরা ভয় পায়না, তারা জেগে উঠেছে। আগামীকাল নারায়ণগঞ্জ জেলা থেকে বিএনপি, যুবদল সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যোগদান করে সমাবেশে সফল করবেন।
তিনি বলেন, নেতাকর্মীদের নিয়ে একত্রে সমাবেশ স্থলে যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। পরিস্থিতি অনুকুলে না থাকলে পৃথকভাবে ঢাকায় যেতে হবে।
প্রসঙ্গত, সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির ডাকা সমাবেশ শুক্রবার (২৮ জুলাই) রাজধানীর নয়া পল্টনে অনুষ্ঠিত হবে। সেখানে নারায়ণগঞ্জ জেলা সহ সারা দেশের নেতাকর্মীরা যোগদান করবেন।