বিএনপি এবার নির্বাচন বর্জন করলে, খাদের কিনারায় পৌঁছে যাবে : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির গণমিছিলের নামে দেশ ধ্বংসের পরিকল্পনায় মানুষের ক্ষতি হলে তাদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত বঙ্গমাতার ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণে সভায় তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, যে দল করে তারেক রহমানের লাঠিয়াল বাহিনী হওয়া ছাড়া কোনো নির্বাচনেই অংশ নেওয়া যায় না। সে দল করার কোনো যুক্তি নেই। বিএনপি আশা করেছিল, তাদের প্রত্যাশা নিয়ে কথা বলবে কিন্তু কিছুই বলেনি। তারা বুঝতে পেরেছে বিদেশিদের কাছে কয়েক বছর ধরে ধর্না দিয়ে কোনো লাভ নেই। কেউ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কিছু বলছে না। এখন তারা ভিন্ন কথা বলছে। এবার যদি বিএনপি জাতীয় নির্বাচন বর্জন করে তাহলে তারা খাদের কিনারায় পৌঁছে যাবে।

বিএনপিকে সাবধান করে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির গণমিছিল থেকে যদি মানুষের জানমালের ওপর হামলা করা হয় আমরা ছেড়ে দেব না।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু সুজিত রায় নন্দী, ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, বাংলাদেশ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান টিটু, সভাপতি মন্ডলী সদস্য, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির আসারারুল হাসান আসু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সোনারগাঁ উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি বিল্লাল হোসেন বেপারী প্রমুখ।