বিএনপি ধ্বংসাত্বক ঘটনা ঘটাতে পারে, আমরা প্রস্তুত আছি : পুলিশ সুপার

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, আজকে সকাল থেকে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষিপ্তভাবে প্রেস ক্লাবের সামনে, শহরের খানপুর এলাকায় ও ভূইগড় এলাকায় তারা আগুন জ্বালিয়ে গাড়ি ভাংচুর করে হরতালের পক্ষে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছিল। তখন পুলিশ সাথে সাথে তাদের ছত্রভঙ্গ করে দেয়। তবে পুলিশ বৈধ কাজ করার সময় তারা ইট পাটকেল নিক্ষেপ করেছে। পুলিশ পরিস্থিতি শান্ত করতে টিয়ারশেল নিক্ষেপ করেছে। এখন যানবাহন চলাচল স্বাভাবিক আছে। কোথাও কোন বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। বিশৃঙ্খলাকারী ও পিকেটিং এর সাথে জড়িতে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে, এদের মধ্যে ইকবাল নামে একজন ওয়ার্ড কাউন্সিলর রয়েছে। এছাড়া প্রেস ক্লানের সামনের বিএনপির নেতাকর্মীদের সাথে সংঘর্ষের ঘটনায় একজন পুলিশ সদস্য ইটের আঘাতে আহত হয়েছে।

রবিবার (২৯ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ শহরে বিএনপির ডাকা হরতাল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। 

বিএনপির নৈরাজ্য ও নাশকতা নিয়ে শঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, শঙ্কার বিষয়টি একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছেনা। রাজধানীতে তারা যেভাবে পুলিশের ওপরে হামলা করে একজন পুলিশ সদস্যকে নিহত হয়েছে। এতে প্রতিয়মান হয় যে, তারা যে কোন ধরনের ঘটনা ঘটাতে পারে। ধ্বংসাত্বক ঘটনা ঘটাতে পারে, এই বিষয়টিকে আমরা উড়িয়ে দিচ্ছিনা। আমরা প্রস্তুত আছি। 

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা সহ সিনিয়র পুলিশ কর্মকর্তারা।