সোনারগাঁ প্রতিনিধি :
আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অরাজকতা সৃষ্টি করে দেশে আরেকটা ওয়ান–ইলেভেন তৈরির ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন।
সোমবার (১৭ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শেখ রাসেল স্টেডিয়ামে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনে অংশ নিতে পারবেন না। তাদের দল নির্বাচনে অংশ নিলে জয়ী হবে না। এটা তারা জানে। সেজন্য আগামী নির্বাচন বানচাল করে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করে ওয়ান–ইলেভেন তৈরির ষড়যন্ত্র চলছে। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ তারেক ও খালেদার সকল ষড়যন্ত্র প্রতিহত করবে।
সম্মেলনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আল সায়েম, সোনারগাঁ উপজেলার আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কায়সার হাসনাতসহ স্থানীয় অন্য নেতারা উপস্থিত ছিলেন।