উৎসবমুখর পরিবেশে ভোটারদের দ্বারে দ্বারে প্রচার প্রচারণা চালাচ্ছেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। প্রচারণার সময় এই সংসদ সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চেয়েছেন। এ সময় ফুল-মালা দিয়ে এলাকাবাসী তাকে বরণ করে নেন।
শনিবার (২৩ ডিসেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আড়াইহাজার উপজেলার খাগকান্দা এলাকায় এই নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেন তিনি। বাদ্যযন্ত্র দিয়ে নৌকা মার্কার শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলেন সংসদ সদস্যের নেতাকর্মীরা। এসময় ভোটারদের ফুলেল ভালবাসায় সিক্ত হয় তিনি।প্রচারণার সময়ে এই সংসদ সদস্য বার বার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। এছাড়া আড়াইাহাজারের বাসিন্দা সহ পুরো দেশের জনগণের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
পথসভার এক পর্যায়ে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী নজরুল ইসলাম বাবু বলেন, আজকে হাজার হাজার মানুষ নৌকার পক্ষে কাজ করছে। শেখ হাসিনার জন্য দোয়া করছে। উন্নয়নের জোয়ার দেখে তারা নৌকার পক্ষে কাজ করছে। আমার তো মনে হয় আজ ঈদ উৎসব কেও হার মানিয়েছে। আমার মনে হয়, এবারের নির্বাচনে মানুষ লাইন ধরে ভোট দেবে। সেই ভোটে আমরাই জিতবো, ইনশাআল্লাহ।
ভোটারদের প্রতিশ্রুতির বিষয়ে তিনি বলেন, প্রতিটি ভোটারের মুখে হাসি ফোটানোর যেই স্বপ্ন রয়েছে সেই চাহিদা আমরা পূরণ করবো। এছাড়া বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আধুনিক বাংলা গড়ার ডাক দিয়েছেন, সেটা আমরা আড়াইহাজার থেকে শুরু করতে চাই। শিক্ষা-দিক্ষায় প্রতিটি সন্তানকে মানুষের মত মানুষ করে আগামীতে আমাদের কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে চাই।
বিএনপি নির্বাচন থেকে পালিয়ে বেড়াচ্ছে উল্লেখ করে তিনি বলেন, অগ্নিসন্ত্রাস করে যারা মানুষ মারছে তাদেরকে বাংলার মানুষ ধিক্কার দিয়েছে এবং ছুড়ে ফেলেছে। তাদের ভোট নেই, মানুষের কাছে যাওয়ার মুখ নেই। যার কারণে তারা নির্বাচন থেকে পালিয়ে বেড়াচ্ছে। আজকে বাংলার জনগণ ভোটের প্রতি আস্থা রেখে নৌকাকে বিজয়ী করে প্রধানমন্ত্রীকে পুনরায় ক্ষমতায় আনবে।
প্রসঙ্গত, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে ৫ জন প্রার্থী রয়েছেন। তারা হলেন- আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীক পেয়েছেন বর্তমান সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, তৃণমূল বিএনপি থেকে দলীয় প্রতীক সোনালী আঁশ পেয়েছেনমো. আবু হানিফ হৃদয়,জাতীয় পার্টির দলীয় প্রতীক লাঙ্গল পেয়েছেন আলমগীর সিকদার লোটন, জাকের পার্টি থেকে গোলাপ ফুল প্রতীক পেয়েছেনশাহজাহান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক পেয়েছেন হাজী মো. শরিফুল ইসলাম।