বিদায় অনুষ্ঠানে কলেজ শিক্ষার্থীদের অশ্লীলতা : ছাত্রলীগ সভাপতি-সম্পাদক বহিষ্কার

আড়াইহাজারে হাজী বেলায়েত হোসেন ডিগ্রি কলেজের বিদায় অনুষ্ঠানে বহিরাগতদের সঙ্গে নিয়ে অশ্লীলতার ঘটনায় কলেজ ছাত্রলীগ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদককে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া ঘটনায় সহযোগিতা করার অভিযোগে প্রতিষ্ঠানটির একজন সহকারী অধ্যাপককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

সোমবার (১ জুলাই) বিকেলে হাজী বেলায়েত হোসেন ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি কাওসার হোসেন পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ন্যাক্কারজনক ওই ঘটনায় অধিকতর ব্যবস্থা গ্রহণের জন্য তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সদস্যরা হলেন- কলেজের গভর্নিং বডির অভিভাবক সদস্য মফিজুল ইসলাম, ওমর আলী ও কলেজের শিক্ষক আহাম্মদ আলী।

স্থানীয় সূত্র ও কলেজ কর্তৃপক্ষ জানায়, গত ২৯ জুন হাজী বেলায়েত হোসেন কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে বহিরাগতদের নিয়ে কলেজ ছাত্রলীগ শাখার সভাপতি ফয়সাল আহম্মেদ ও সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম শিক্ষার্থীদের নিয়ে উচ্চস্বরে ডিজে গানের সঙ্গে নাচ-গান করে উল্লাস প্রকাশ করে বিদায় অনুষ্ঠানের ভাবগাম্ভীর্যকে ক্ষুণ্ন করে। তাদের এই কর্মকাণ্ডে কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আলী ইমদাদ খানের সহযোগিতা করার অভিযোগ উঠে। তাদের নাচ-গানের ভিডিও শনিবার (২৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড দিলে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এ নিয়ে স্থানীয় গণমাধ্যমেও রিপোর্ট প্রকাশিত হয়, ফলে গোটা এলাকায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠান।

পরে বিষয়টি কলেজ কর্তৃপক্ষের নজরে আসে। পরবর্তীতে তাৎক্ষণিকভাবে ভিডিও দেখে কলেজ ছাত্রলীগ শাখার সভাপতি ফয়সাল আহম্মেদ ও সাধারণ সম্পাদক দ্বীন ইসলামকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। সেইসঙ্গে কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আলী ইমদাদ খানকে শোকজ করা হয়।

এই বিষয়ে জানতে কলেজ ছাত্রলীগ সভাপতি ফয়সালকে কল করা হলেও তিনি রিসিভ করেননি।