বিভেদ ভুলে একমঞ্চে মন্ত্রী গাজী ও রফিক

রূপগঞ্জ প্রতিনিধি :  

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিভেদ ভুলে পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এবং রংধনু গ্রুপের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম নৌকাকে বিজয়ী করতে একমঞ্চে নৌকার পক্ষে প্রচারণা চালিয়েছেন। এতে করে আওয়ামীলীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক আনন্দ উল্লাস দেখা দিয়েছে। 

শনিবার (২১ অক্টোবর) রাতে উপজেলার ভোলাব কালী মন্দিরে শারদীয় দুর্গা উৎসবে গিয়ে এ প্রচারণা শুরু করেন।

পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এবং রংধনু গ্রুপের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আলহাজ্ব রফিকুল ইসলামের নেতৃত্বে এ প্রচারণাকে কেন্দ্র করে বিকেল পাঁচটায় উপজেলার তিনশো ফিট সড়কে শত শত নেতাকর্মী মোটরসাইকেল ও বিভিন্ন গাড়ি করে একত্রিত হয়। সেখান থেকে গাড়ি বহর নিয়ে আলহাজ্ব রফিকুল ইসলাম এর নেতৃত্বে এ প্রচারণার উদ্দেশ্যে রওনা হন। 

অপরদিকে, শত শত নেতাকর্মী কাঞ্চন এলাকায় অবস্থান নেন। সেখানে জড়ো হওয়া নেতাকর্মীদের সঙ্গে যোগ দেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক । পরে পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এবং রংধনু গ্রুপের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আলহাজ্ব রফিকুল ইসলাম নেতৃত্বে ভোলাবো কালীমন্দির পূজা মন্ডপ পরিদর্শন ও নৌকার পক্ষে প্রচারণা শুরু করেন তারা। 

প্রচারণায় উপস্থিত হওয়া আওয়ামী লীগ নেতাকর্মীরা বলেন, আমরা অত্যন্ত খুশি হয়েছি। দীর্ঘদিন পর আজকে পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এবং রংধনু গ্রুপের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আলহাজ্ব রফিকুল ইসলাম একসঙ্গে নৌকার প্রচারণায় মাঠে নেমেছেন। এতে করে আমাদের রূপগঞ্জের আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের মাঝে উৎসহ উদ্দীপনা বেড়েছে। সঙ্গে সঙ্গে বেড়েছে শক্তিও। আমরা চাই তাদের নেতৃত্বে আগামীতে নৌকার বিজয়। 

হিন্দু সম্প্রদায়ের কালিপদ বলেন, গাজী সাহেব এবং রফিক সাহেব একসাথে দেখে আমাদের অনেক ভালো লেগেছে। আমাদের হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে তাদের জন্য শুভকামনা জানাই। 

এ সময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল আজিজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম লীলা, রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজান,  হাজী শফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা প‌রিষদের সদস্য মোহাম্মদ আনছার আলী, নারায়ণগঞ্জ জেলা প‌রিষদের সদস্য শীলা রানী পাল, ভুলতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু দাউদ মোল্লা, রূপগঞ্জ উপ‌জেলা পূজা উদযাপন প‌রিষ‌দের সভাপ‌তি গ‌নেশ চন্দ্র পাল, উপ‌জেলা পূজা উদযাপন প‌রিষ‌দের সাধারন সম্পাদক সংগ্রাম চন্দ্র দাসসহ অ‌নে‌কে।