শত শত নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে বিএনপির মহাসমাবেশে যোগদান করেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার। শনিবার (২৮ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির ডাকা মহাসমাবেশে নেতাকর্মীদের ঢল নামে। এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে সমাবেশ স্থল।
মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার বলেন, বুলেটের মাধ্যমে এই সরকারের পদত্যাগ ঠেকাতে পারবে না শেখ হাসিনা সরকার। শত বাধা উপেক্ষা করে লক্ষ লক্ষ জনতা নয়া পল্টনে মহাসমাবেশে জমায়েত হয়েছেন। গণতন্ত্র পুনঃউদ্ধার ও শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে নেতাকর্মীরা আজ মাঠে নেমেছে। নেতাকর্মীদের গণজোয়ার দেখে সরকার ভয় পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে আমাদের শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালিয়েছে। আমাদের সমাবেশ পণ্ড করে দিয়ে এই সরকার প্রমাণ করলো তারা গণতন্ত্রে বিশ্বাস করে না।
তিনি আরও বলেন, ‘এই স্বৈরাচার সরকারের পতন অনিবার্য, আমাদের লক্ষ্য নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। আগামীকাল (রবিবার) কেন্দ্র ঘোষিত সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি সফল করে এই অবৈধ সরকারকে দাঁতভাঙ্গা জবাব দিবে।