বৈষম্যবিরোধী আন্দোলনের অংশ হিসেবে ৯ দফা দাবিতে নারায়ণগঞ্জে শহরের সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সেই সাথে গণমিছিল বের করেছে। এতে শহরের যান চলাচল বন্ধ হয়ে গেছে। এ সময় বিজিবির একটি গাড়ি অবরোধ করে ভুয়া ভুয়া স্লোগান দেয় শিক্ষার্থীরা।
শনিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১টা থেকে বিকেলে ৩ টা পর্যন্ত শিক্ষার্থীরা শহরের চাষাঢ়ায় সড়ক অবরোধ করে অবস্থান নেন। পরে তারা শহরের প্রধান প্রধান সড়কে দফায় দফায় বিক্ষোভ মিছিল বের করে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, শহরের চাষাঢ়া গোল চত্বরে সকাল থেকে শিক্ষার্থীরা অবস্থান নেন। এ সময় ’’ইউ ওয়ান্ট জাস্টিস’’ সহ নানা স্লোগান দিতে দেখা যায়। এতে করে পুরো শহরের যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে সীমিত পরিসরে শাখা সড়ক দিয়ে রিকশা ও অটোরিকশা চলাচল করতে দেখা গেছে। এদিকে শহরের চাষাঢ়া এলাকায় বিজিবির গাড়ি দেখে শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান তোলেন। এতে তোপের মুখে পড়েন বিজিবির গাড়ি। এর কিছুক্ষণ পরে তাদের গাড়ি ছেড়ে দেওয়া হয়। এদিকে বৃষ্টি উপেক্ষো করে স্লোগানে স্লোগানে মুখরিত শিক্ষার্থীরা শহরের বিভিন্ন সড়ক ঘুরে বেড়িয়েছে।
ডিআইটি এলাকার সাউথ চায়না রেস্টুরেন্টের মালিক সেলিম আহমেদ ডালিম বলেন, সকাল থেকে মিছিল ও আন্দোলনের কথা শুনেছি। এ কারণে অনেক দোকান বন্ধ হয়ে গেছে। যান চলাচল বন্ধ হয়ে গেছে, সীমিত পরিসরে রিকশা চলাচল করছে। এ কারণে দোকানের কাস্টমার কমে গেছে। আমরা চাই এই সমস্যার সুষ্ঠু সমাধান হোক।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা বাংলা ট্রিবিউনকে বলেন, ছাত্রদের আন্দোলন আমরা পর্যবেক্ষণ করছি। কোন ধরনের সহিংসতা হলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।