ভাত দিতে দেরী করায় মাকে পিটিয়ে হত্যা, ছেলে আটক

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভাত দিতে দেরী করায় পারভীন (৫০) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলেকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ছেলে মোহাম্মদ বেলায়েতকে (২২) আটক করা হয়। 
আটক বেলায়েত উপজেলার বিজয়নগর দড়িগাঁও গ্রামের রোশন আলীর ছেলে। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, উপজেলার বিজয়নগর দড়িগাঁও গ্রামে জমি থেকে কৃষি কাজ শেষ করে বাসায় ফিরে মায়ের কাছে ভাত চান বেলায়েত। এ সময় ভাত দিতে একটু দেরী হওয়ায় মায়ের সাথে তর্কে জড়িয়ে পড়েন বেলায়েত। এর এক পর্যায়ে মা পারভীনকে কাঠের লাঠি দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পরদিন মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওই নারী মারা যাওয়ার পরে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। মূলত মা ও ছেলের মধ্যে এই ঘটনা ঘটায় বিষয়টি স্বজনরা আড়াল করতে চেষ্টা করেছি। আর ওই অভিযুক্ত ছেলেটি মানসিকভাবে অসুস্থ্য। তাকে আটক করা হয়েছে। এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলায়েত এই ঘটনা স্বীকার করেছে। এই ঘটনায় মামলা গ্রহণের প্রস্তুতি চলছে।