নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এবং বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, ভূমিদস্যুরা একটা লোককে পুতুল এমপি বানিয়ে রূপগঞ্জকে খেয়ে ফেলবে। সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তারা ইনভেস্ট করছে, ওদের টাকা দিয়েই এই কাজগুলো হচ্ছে। জনগণ এটা বুঝে গেছে বলেই আজকে নৌকা মার্কার পক্ষে জোয়ার এসেছে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে রূপগঞ্জ উপজেলার দাউদপুর বাজার এলাকায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন।
ভূমিদস্যুদের খেলা জনগণ বুঝে গেছে উল্লেখ্য করে মন্ত্রী বলেন, পূর্বাচলের পাশে হওয়াতে এখানে (রূপগঞ্জে) ভূমির মূল্য বেড়ে গেছে। আর তাই ভূমিদস্যুরা এটাকে দখল করতে চাচ্ছে। তবে ভূমিদস্যুদের খেলা জনগণ বুঝে গেছে। আর তাই যত দিন যাচ্ছে তত নৌকার পক্ষে জোয়ার বাড়ছে।
নারায়ণগঞ্জ-১ আসনের নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থীদের আড়ালে তৃতীয় একটা পক্ষ আছে উল্লেখ করে গোলাম দস্তগীর গাজী বলেন, তৃতীয় পক্ষ একটা তো আছে এখানে আপনারা জানেন। রূপগঞ্জের ভূমি সবচেয়ে মূল্যবান হয়ে গেছে এখানে। পূর্বাচলের পাশে হওয়াতে এখানে ভূমির মূল্য বেড়ে গেছে। ভূমিদস্যু যারা আছে তারা এটাকে দখল করতে চাচ্ছে।
ভোটারদের মাঝে কেমন সাড়া পাচ্ছেন জানতে চাইলে গোলাম দস্তগীর গাজী বলেন, যত দিন যাচ্ছে তত ভোটারদের সাড়া বাড়ছে। তারা বলছে, আপনারা যে উন্নয়ন করেছেন, যে রাস্তা দিয়েছেন, সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি।
এ সময় পাশেই থাকা নুরুন্নেছা স্কুল এন্ড কলেজের নাম উল্লেখ করে মন্ত্রী বলেন, এখানে চার তলা বিল্ডিং হয়েছে দুইটা। এলাকার মাদ্রাসা যা আছে সেগুলোরও উন্নয়ন হয়েছে। এদিকের প্রায় ১৫ কিলোমিটার রাস্তার উন্নয়ন হয়েছে। এছাড়াও ভেতরে রাস্তা হয়েছে।