নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়া। মঙ্গলবার দুপুরে রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল হকের হাত থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে শাহজাহান ভূঁইয়া বলেন, ‘রূপগঞ্জ থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলাম। জননেত্রী শেখ হাসিনা গণভবনে ডেকে বলেছেন, আমি ৩০০ সিটে তিনজন করে মনোনয়ন দিতে পারব। কেউ যদি সাংগঠনিক দায়িত্বে থাকে ও জনপ্রিয় হয় তাহলে সে নির্বাচন করতে পারবে।’
তিনি আরও বলেন, ‘দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলাম। আজ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন নিলাম। রূপগঞ্জবাসীর ভালোবাসায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। বর্তমানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায়ও রূপগঞ্জে দলীয় নেতাকর্মীরা হামলা-মামলায় জর্জরিত। তাদের মূল্যায়ন করতেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেওয়া হয়।’
এ সময় উপস্থিত ছিলেন কাঞ্চন পৌর যুবলীগের সভাপতি ও পৌরসভার মেয়র রফিকুল ইসলাম রফিক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি খন্দকার আবুল বাশার টুকু, উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মান্নান মুন্সী, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক ওবাইদুল মজিদ জুয়েল মাস্টার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান তারেক, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম খোকন সহ প্রমুখ।
প্রসঙ্গত, এই আসনে আওয়ামী লীগের নৌকা প্রতিকের মনোনয়ন পেয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। তিনি টানা তিন মেয়াদে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসছেন। এছাড়া তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার এই আসন থেকে মনোনয়ন পত্র কিনেছেন। সে হিসেবে ভোটের ময়দানে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে।