নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী এবং বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা মার্কার মনোনয়ন দিয়েছেন। জপির চালিয়ে এলাকায় সবচেয়ে জনপ্রিয় লোক যিনি তাকেই নমিনেশন দিয়েছেন। তিনি আগেই বলেছেন, কারও চেহারা দেখে নমিনেশন পাওয়া যাবেনা। জনপ্রিয়তা দেখে নমিনেশন পাওয়া যাবে। তিনি নিশ্চেই আমার জনপ্রিয়তা পেয়েছেন বলে আমাকে নমিনেশন দিয়েছেন। আমরা নির্বাচন করবো উন্নয়নের নির্বাচন করবো। আমি আমার আসনে উন্নয়ন করেছি। আর জনগণ সেই উন্নয়ন দেখেই নৌকায় ভোট দিবেন।
সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক বরাদ্দ নেওয়ার সময় তিনি এ কথা বলেন।
ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা শান্তি চাই দেশে উন্নয়ন চাই। দেশকে একটা শক্তিশালী অর্থনৈতিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই। এই উন্নয়ন দেখে আপনারা নৌকা মার্কাকে ভোট দিয়ে বিজয়ী করবেন। আমরা চাই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হোক এবং অংশগ্রহণমূলক নির্বাচন হোক। আমরা বিগত ১৫ বছর ধরে নৌকা প্রতিকের আস্থা ধরে রাখতে পেরেছে। আগামীতে আরও ভালো ভাবে নৌকার আস্থা ধরে রাখতে পারবো, ইনশাআল্লাহ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার ছেলে হল ডামি ক্যান্ডিডেট।
প্রসঙ্গত, এই আসন থেকে ৯ জন প্রার্থী ভোটের মাঠে লড়াই করবেন। তাদের মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী এবং বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন তার ছেলে গাজী গোলাম মর্তুজা। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতিক পেয়েছেন।