বিজয় দিবসে জাতির সূর্য সন্তানদের প্রতি নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী যুবলীগের শ্রদ্ধা নিবেদন করা হয়। শনিবার (১৬ ডিসেম্বর)সকাল ১০টায় মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া সাজনু- এর নেতৃত্বে ২নং রেলগেইটস্থ জেলা মহানগর আওয়ামীলীগ কার্যালয়ের বঙ্গব্ন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় মহানগর ও ওয়ার্ড নেতাকর্মীরা উপস্থিত ছিলেন৷এর আগে চাষাড়া থেকে র্যালি করে দলীয় কার্যালয় শ্রদ্ধা নিবেদন করেন।
সংক্ষিপ্ত বক্তব্যে সাজনু বলেছেন, দেশে একদিকে সাম্প্রদায়িকতা, আরেকদিকে অসাম্প্রদায়িকতার দুটি ধারা চলছে। একদিকে ৪৭-এর চেতনা, অন্যদিকে ৭১-এর চেতনা। বিজয়ের এই দিনে আমাদের শপথ হবে সাম্প্রদায়িক অপশক্তি যে বিষবৃক্ষ, ডালপালা বিস্তার করেছে; সেই বিষবৃক্ষকে সমূলে উৎপাটন করে সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দেয়ার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করা।