মহান বিজয় দিবসে মহানগর যুবলীগের শ্রদ্ধা

বিজয় দিবসে জাতির সূর্য সন্তানদের প্রতি নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী যুবলীগের শ্রদ্ধা নিবেদন করা হয়। শনিবার (১৬ ডিসেম্বর)সকাল ১০টায় মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া সাজনু- এর নেতৃত্বে ২নং রেলগেইটস্থ জেলা মহানগর আওয়ামীলীগ কার্যালয়ের বঙ্গব্ন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় মহানগর ও ওয়ার্ড নেতাকর্মীরা উপস্থিত ছিলেন৷এর আগে চাষাড়া থেকে র্যালি করে দলীয় কার্যালয় শ্রদ্ধা নিবেদন করেন।

সংক্ষিপ্ত বক্তব্যে সাজনু বলেছেন, দেশে একদিকে সাম্প্রদায়িকতা, আরেকদিকে অসাম্প্রদায়িকতার দুটি ধারা চলছে। একদিকে ৪৭-এর চেতনা, অন্যদিকে ৭১-এর চেতনা। বিজয়ের এই দিনে আমাদের শপথ হবে সাম্প্রদায়িক অপশক্তি যে বিষবৃক্ষ, ডালপালা বিস্তার করেছে; সেই বিষবৃক্ষকে সমূলে উৎপাটন করে সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দেয়ার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করা।