মহাসড়কে গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সোনারগাঁ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।সোমবার (১০ জুলাই) দুপুরে কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ঢাকার মাতুয়াইল দক্ষিণপাড়া এলাকার মো. মাসুম খানের ছেলে শাকিল খান (১৯) এবং পাবনার সোজানগরের তালিমনগর এলাকার সাইফুল ইসলামের ছেলে রবিউল ইসলাম টুটুল (১৯)।

বিষয়টি নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে পুলিশের টিআই মোহাম্মদ ইব্রাহিম বলেন, সড়ক দুর্ঘটনায় দুজন মারা গেছে। এ বিষয়ে শিমরাইল ক্যাম্পের টিআই বিস্তারিত বলতে পারবে।

কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন বাংলা ট্রিবিউন কে বলেন, দুজন মোটরসাইকেলযোগে ঢাকার দিকে যাচ্ছিলেন। এসময় তারা ডিভাইডারের সাথে ধাক্কা লেগে পরে যায়। পরে অজ্ঞাত একটি যানবাহন তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তারা ঘটনাস্থলে মারা যান। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।