মহাসমাবেশে মিছিল নিয়ে দিদারের যোগদান, বললেন ‘বিজয় আমাদের সুনিশ্চিত’

রাজধানীতে বিএনপির মহাসমাবেশে যোগদান করে নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির ১৪ নং ওয়ার্ডের সভাপতি দিদার খন্দকার বলেছেন, আজকে থেকে আমাদের লড়াই শুরু। দল যে নির্দেশনা দিবে সেই অনুযায়ী আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবো। গণতন্ত্র পুনরুদ্ধার করে জনগণের কল্যাণে কাজ করে যাবো। জয় আমাদের সুনিশ্চিত।

শনিবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির ডাকা মহাসমাবেশে মিছিল নিয়ে যোগদান করে তিনি এ কথা বলেন। 

তিনি আরও বলেন, এই সরকার পতনের এক দফা আন্দোলন করে আসছি। এখন দল নতুন করে কী ধরনের আন্দোলন কর্মসূচির ঘোষণা দিবে তা নেতৃবৃন্দরা বলতে পারবে। তবে আমরা  সব সময় প্রস্তুত আছি। জিয়ার সৈনিক হিসেবে আমরা শেষ রক্ত বিন্দু পর্যন্ত লড়াই চালিয়ে যাবো। জনগণ এবার জেগে উঠেছে। তাদের দমিয়ে রাখা যাবেনা। 

উল্লেখ্য, সমাবেশকে কেন্দ্র করে সারা দেশে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার ও আটক করা হচ্ছে বলে দাবি করেছেন দলটির নেতাকর্মীরা। সড়ক ও মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। ফলে জনমনে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে।