মহাসমাবেশে যোগদান করে বললেন, ‘বিজয় আমাদের হবেই’

রাজধানীর নয়াপল্টনে বিএনপি দলটির মহাসমাবেশে মিছিল নিয়ে যোগদান করেছেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার। শনিবার (২৮ অক্টোবর) সকালে নয়াপল্টন এলাকায় সমাবেশ স্থলে নেতাকর্মীদের ঢল নামে। সেখানে একে একে বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগদান করেন। 

এ বিষয়ে মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার বলেন, যত বাধা আসুক আমরা প্রতিরোধ গড়ে তুলবো। আর মহাসমাবেশ সফল করবো, ইনশাআল্লাহ। লড়াই করে আমাদেরকে গণতন্ত্র রক্ষা করতে হবে। এই সরকারের পতন ঘটিয়ে এক দফা দাবি বাস্তবায়ন করার মধ্য দিয়ে জনগণ গণতন্ত্র ফিরে পাবে। আমরা সেই লক্ষ্যে লড়াই করে যাচ্ছি। জনগণ আমাদের সাথে আছে।

তিনি আরও বলেন, আজকের সমাবেশকে কেন্দ্র করে সারা দেশে গ্রেফতার বাণিজ্য চালানো হয়েছে। যখন তখন নেতাকর্মীদের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। আমার বাড়িতে পর্যন্ত পুলিশ গিয়ে হাজির হয়েছে। এভাবে ভয় দেখিয়ে লাভ হবেনা। বাধা আসলেও আমরাও প্রতিরোধ করবো। বিজয় আমাদের হবেই। 

উল্লেখ্য, সমাবেশকে কেন্দ্র করে সারা দেশে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার ও আটক করা হচ্ছে বলে দাবি করেছেন দলটির নেতাকর্মীরা। সড়ক ও মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। ফলে জনমনে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে।