মাদকের বিরুদ্ধে অভিযান করবো, রূপগঞ্জবাসীকে বাঁচান প্রধানমন্ত্রী : সেলিম প্রধান

জাপান-বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং পেপার্সের চেয়ারম্যান সেলিম প্রধান বলেন, আমাদের এমপি সাহেব ভালো লোক। কিন্তু ওনার আশেপাশে যারা আছে তারা পরিবেশ নষ্ট করে ফেলছে। ওরা রূপগঞ্জ কে ধ্বংস করে ফেলছে। আমি প্রশাসনকে অনুরোধ করবো। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো, দয়া করে রূপগঞ্জবাসীকে বাঁচান। ওরা ক্রিমিনাল, মাদকের শত্রু, দেশের শত্রু, জাতির শত্রু। এই কথা যদি কেউ মিথ্যা প্রমাণ করতে পারে, যা শাস্তি দিবে আমি মাথা পেতে নিবো।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা এলাকায় মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাস বিরোধী এক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে ‍উল্লেখ করে সেলিম প্রধান বলেন, 

মাদক বন্ধ করতে হবে। পরবর্তীতে আমরা মাদকের বিরুদ্ধে অভিযান করবো। যারা মাদকের ব্যবসা করছো তারা পালিয়ে যাও। নতুবা অবস্থা খারাপ হয়ে যাবে। রূপগঞ্জবাসীর মুখ বন্ধ হয়ে আছে শুধু সন্ত্রাসী আর মাদকের কারণে। মাদক রূপগঞ্জের প্রতিটা স্তরে স্তরে পৌঁছে গেছে। কথায় কথায় মানুষ প্রশাসনের দোষ দেয়। তাদের দোষ দিয়ে লাভ নেই। এ জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। টোকাই-মস্তানরা এই মাদকের জন্য দায়ী। 

চাঁদাবাজদের মুখোশ উন্মোচন করার কথা জানিয়ে তিনি বলেন, কিছু লোক নাম বিক্রি করে চাঁদাবাজি করে। এমনকি যারা ভালো কাজের জন্য এগিয়ে আসে তাদেরকে থ্রেট দেয়। ভয় দেখায়। বড় ভাইয়ের ভয় দেখায়। সেই বড় ভাই কে? ফুটপাত থেকে কেউ চাঁদাবাজি করতে পারবে না। এখনো সময় আছে ভালো হয়ে যাও। নতুবা তাদের মুখোশ উন্মোচন করে সারা বিশ্বের সামনে নিয়ে আসবো। প্রয়োজনে আমি প্রধানমন্ত্রীকে এ বিষয়ে জানাবো। তিনি আমাদের দেশে বিন্দুমাত্র খারাপ কাজ চায় না। 

রূপগঞ্জ পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে উল্লেখ করে সেলিম প্রধান বলেন, তিন-চার দিন আগে রূপগঞ্জের ফ্লাইওভারের নীচের চিত্র আর আজকের চিত্র অনেক তফাৎ। এই স্থনটুকু পরিষ্কার করা হয়েছে। আমি বলেছিলাম রূপগঞ্জকে জাপানের মতো পরিষ্কার করে ছাড়বো। এখনো কিছুই হয়নি। আমি আরও পরিষ্কার করবো।  

এ সময় সমাবেশে আরও উপস্থিত ছিলেন লে. জেনারেল (অব.) নাজিম উদ্দিন সহ স্থানীয় এলাকাবাসীরা। সমাবেশ শেষে সেলিম ওসমান রূপগঞ্জের বিভিন্ন এলাকা পরিদর্শন করে ময়লা-আবর্জনা পরিষ্কার করার বিষয়টি স্থানীয় এলাকাবাসীকে দেখান।