রূপগঞ্জে এইচএসসি পরীক্ষা চলাকালে মাদক ও নকলের চিরকুট সহ শ্রাবণ মোল্লা নামে এক পরীক্ষার্থীকে আটক করে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া নকল ও মোবাইল ফোন নিয়ে প্রবেশ করার অপরাধে সাইদ ও তরিকুল ইসলাম তূর্য্য নামে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার ভুলতা স্কুল অ্যান্ড কলেজের হল পরিদর্শনকালে এসব ঘটনা ঘটে।
পরিক্ষার হল পরিদর্শনকালে গাঁজাসহ আটককৃত পাঁচরুখি বেগম আনোয়ারা কলেজের শিক্ষার্থী শ্রাবন মোল্লাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন নির্বাহী ম্যাজিস্টেট ও সহকারী কমিশনার ভূমি সিমন সরকার। নকলে জড়িত থাকায় ২ শিক্ষার্থীকে বহিস্কার করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল।
বিষয়টি নিশ্চিত করেছেন
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল।
ভুলতা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র সচিব ও ভুলতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. আব্দুল আউয়াল মোল্লা বলেন, তিন জন পরীক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এইচএসসি ইংরেজি ১ম পত্র পরীক্ষা চলাকালীন সময়ে আড়াইহাজারের পাঁচরুখি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজের পরীক্ষার্থী শ্রাবণ মোল্লা মাদক (গাঁজা এক পুরিয়া ) সহ হলে প্রবেশ করে। একই সাথে তার কাছ থেকে নকলের চিরকুট পাওয়া যায়। এ সময় তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্টেট ও সহকারী কমিশনার ভূমি সিমন সরকার। এ সময় তার সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল।
তিনি আরও বলেন, এছাড়া নকল করার দায়ে আড়াইহাজারের পাঁচরুখি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজের পরীক্ষার্থী সাইদ ও সলিমদ্দিন চৌধুরী কলেজের পরীক্ষার্থী তরিকুল ইসলাম তূর্য্যকে নকলের দায়ে বহিষ্কার করা হয়। তারা কেউ আর পরীক্ষা দিতে পারবে না। তাই তাদের প্রবেশপত্র সহ প্রয়োজনীয় সব কাগজ পত্র পাঠিয়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল বলেন, পরীক্ষার হলে মাদকসহ প্রবেশ করায় একজন শিক্ষার্থীকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া নকল করার দায়ে আরও দুইজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।