মামুন মাহমুদের নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল

বিএনপির ডাকা অবরোধের তৃতীয় দিনে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সদস্য অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছেন নেতাকর্মীরা। এ সময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করেছে। 

 বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকায় এ অবরোধ কর্মসুচি পালন করা হয়।
এ সময় ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, সকালে মাদানীনগর এলাকা থেকে আমরা মিছিল বের করেছি। কেন্দ্র থেকে তিন দিনের অবরোধ কর্মসূচি দিয়েছে। আমরা সেই নির্দেশনা অনুযায়ী কর্মসূচি পালন করে যাচ্ছি। আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না। 

তিনি আরও বলেন, মিছিলের শেষ পর্যায়ে পুলিশ এসে আমাদের চারজন নেতাকর্মীকে আটক করেছে। টিএস তোফা, রুবেল, দেলোয়ার হোসেন সহ চারজনকে আটক করেছে। 

উল্লেখ্য, ঢাকায় ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার, সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে তৃতীয় দিনের মতো দেশজুড়ে সড়ক-রেল-নৌপথ, রাজপথসহ সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি-জামায়াতসহ সমমনা রাজনৈতিক দল ও জোট।