’মাস্তানি বাদ দেন, আই অ্যাম ব্যাক’

এক সময়ের আলোচিত ও অনলাইন ক্যাসিনো ডন হিসেবে পরিচিত সেলিম প্রধান নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফিরে এসে নানা বিস্ফোরক মন্তব্য করছেন। তার বিরুদ্ধে একটি বাহিনীর প্রধান ষড়যন্ত্র করে তাকে ফাঁসিয়েছেন বলে তিনি মন্তব্য করেছেন।

বিজয় দিবস ‍উপলক্ষ্যে শনিবার (১৬ ডিসেম্বর) বিকেল রূপগঞ্জের ভুলতা সাওঘাট এলাকায় বিজল র‌্যালী শেষে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

সেলিম প্রধান বলেন,এদেশের সরকার আমার বিপক্ষে না। তবে একটা বাহিনীর প্রধান আর তার দুই ভাই শীর্ষ সন্ত্রাসী, তাদের মন মতো কাজ হয়নি বলে আমাকে ক্যাসিনোর হোতা বানিয়েছে। আমাকে অ্যারেস্ট করে জেলে দিয়েছে। এখনো সতর্ক করছি, মাস্তানি বাদ দিয়ে দেন। আই অ্যাম বেক।

ষড়যন্ত্র প্রসঙ্গে তিনি বলেন, আমার বিরুদ্ধে হওয়ার ষড়যন্ত্র সম্পর্কে সারা বিশ্ববাসী জানে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, পৃথিবীর কেউ বলতে পারবেনা আমার এক টাকা অবৈধ আছে। আমার জীবনের কোন অবৈধ ইনকাম নেই। কিন্তু আমি যে এলাকায় বড় হয়েছি মোহাম্মদপুর এলাকার শীর্ষ সন্ত্রাসীরা ক্ষমতার অপব্যবহার করে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। তারা আমাকে হিংসা করে।

রাজনীতি প্রসঙেগ তিনি বলেন, আমার রাজনীতি করার ইচ্ছে নাই। কিন্তু রাজনীতি যেন ভালোভাবে করে সেটা আমি চাই। আমি নির্বাচন করবো না। তবে এলাকায় মাস্তানী হবেনা। এখানে রংবাজি চলবে না। বিদেশিদের বলি, আর মস্তানি কইরেন না।

উল্লেখ্য, আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর থাই এয়ারওয়েজের ফ্লাইটে ব্যাংকক যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেলিম প্রধানকে আটক করে র‌্যাব-১। এরপর তার গুলশান, বনানীর বাসা ও অফিসে অভিযান চালিয়ে ২৯ লাখ টাকা, বিপুল বিদেশি মদ ও বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়। একই সঙ্গে উদ্ধার করা হয় হরিণের চামড়া। ওই দিনই বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ছয় মাসের কারাদণ্ড দিয়ে সেলিম প্রধানকে কারাগারে পাঠান ভ্রাম্যমাণ আদালত। পরে তিনি ৪ বছর ১ দিন জেল খেটে ছাড়া পান।

জানা গেছে, সেলিম প্রধান ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘প্রধান গ্রুপ’-এর কর্ণধার। তার ব্যবসাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে জাপান-বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড পেপারস লিমিটেড, পি২৪ ল’ ফার্ম, এইউ এন্টারটেইনমেন্ট, পি২৪ গেমিং, প্রধান হাউজ ও প্রধান ম্যাগাজিন।