মিশনপাড়ায় যাত্রীবাহী বাসে আগুন, আরেকটি ভাঙচুর

নারায়ণগঞ্জ শহরে হরতাল সমর্থনকারী একটি মিছিল থেকে যাত্রীবাহী একটি বাস ভাঙচুর করার পর আগুন দিয়ে অপর একটি বাস ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷ রোববার (২৯ অক্টোবর) সকাল পৌনে এগারোটার দিকে শহরের নবাব সলিমুল্লাহ সড়কের মিশনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে ৷

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, হরতাল সমর্থনে মিশনপাড়া এলাকায় বিএনপির একটি মিছিল থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচল করা উৎসব ট্রান্সপোর্টের একটি বাসে ভাঙচুর চালানো হয়৷ পরে বাসটিতে আগুন দেওয়া হয়৷ একই এলাকায় বন্ধু পরিবহনের একটি বাসে ভাঙচুর চালানো হয়৷ আগুন দেওয়া বাসটির অন্তত ছয়টি সিট পুড়ে গেছে৷ তবে দু’টি ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি৷

উৎসব ট্রান্সপোর্ট লিমিটেডের বাসটির চালক মো. নিয়াজুল বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা বাসটিতে কয়েকজন যাত্রী ছিলেন৷ তাদের নিয়ে বাসটি নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল৷ এমন সময় একটি মিছিল থেকে লোকজন বাসটিকে থামিয়ে যাত্রীদের নামিয়ে দিয়ে ভাঙচুর করে৷ পরে বাসটিতে আগুন জ্বালিয়ে দিলে ছয়টি সিট পুড়ে যায়৷

‘স্থানীয় লোকজনের সহযোগিতায় পানি দিয়ে আগুন নেভানো হয়৷ বাসটির যাত্রীরা আগেই নেমে যাওয়ায় কেউ আহত হননি৷’, বলেন ওই চালক৷

তবে মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপুর বলেন, হরতালের সমর্থনে বিএনপির মিছিল থেকে বাস চলাচল বন্ধ রাখার অনুরোধ জানানো হয়৷ তাদের মিছিল শেষে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা বাসটিতে ভাঙচুর চালিয়ে আগুন দেয়৷ এ ঘটনার সাথে বিএনপি সমর্থিত কেউ জড়িত নয় বলে দাবি তার৷

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা বলেন, ‘সকাল থেকে বিচ্ছিন্নভাবে কয়েকটি স্থানে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে বিএনপি ও হরতাল সমর্থনকারীরা৷ কয়েকটি জায়গায় পুলিশ তাদের বিরুদ্ধে অ্যাকশনে গিয়ে সরিয়ে দেয়৷ হরতাল সমর্থনে একটি মিছিল থেকে একটি বাস ভাঙচুর এবং আরেকটি বাসে আগুন দেওয়ার খবর পেয়ে সেখানে যাবার আগেই তারা পালিয়ে যায়৷’