রূপগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিন বছরের শিশু জুই আক্তার হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩০ মে) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন- শাহজালাল, জাকির হোসেন ও আশরাফুল।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, ‘মুক্তিপনের ১০ লক্ষ টাকা না দেওয়ায় তিন আসামি জুই আক্তারকে পরিকল্পিতভাবে হত্যা করে। পরে এই ঘটনায় মামলা হলে আসামি শাহজাজাল ও আশরাফুল আদালতে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। সেই মামলায় আজ আদালত তিন আসামিকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৮ অক্টোবর রূপগঞ্জের ভুলতা টেকপাড়া এলাকায় থেকে নিখোঁজ হয় তিন বছরের শিশু জুই আক্তার। ওই দিন সন্ধ্যায় একটি অজ্ঞাত মোবাইল থেকে ফোন করে অপহরণের কথা উল্লেখ করে ১০ লাখ টাকা মুক্তিপন দাবি করে আসামিরা। পরের দিন ভোরে ভুক্তভোগির বাড়ির পাশের স্তূপে একটি পাটের বস্তার ভেতরে জুই আক্তারের হাত-পা রশি দিয়ে বাঁধা ও মুখে সাদা কসটেপ দ্বারা পেচানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় শিশুর বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে রুপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।