মেঘনা নদীতে গোসল করতে নেমে ২ ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: 

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুর ১ তার দিকে উপজেলার বিশনন্দী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই। তারা হলেন – বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী পূর্বপাড়া গ্রামের খবিরের ছেলে আদনান (৪) ও একই গ্রামের হক মিয়ার ছেলে আব্দুল্লাহ (৪)। 

জানা যায়, দুপুরে চাচা আজিজের সঙ্গে শখ করে মেঘনা নদীতে গোসল করতে যায় আদনান ও আব্দুল্লাহ। গোসলের এক পর্যায়ে পানিতে তলিয়ে যেতে থাকে দুই শিশু। এ সময় তাদের উদ্ধার করতে গিয়ে আহন হন আজিজ। পরে শিশু দুটিকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আহত আজিজকে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জাহাঙ্গীর শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আহসান উল্লাহ বলেন, বিষয়টি জানতে পেরেছি। তবে স্বজনদের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়নি।