মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ৩

বন্দর প্রতিনিধি:

নারায়ণগঞ্জের বন্দরে সিএনজি চালিত অটো রিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে রিমন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (২১ জুলাই) সকালে নবীগঞ্জ সড়কের কাইকারটেক হাজী সাহেবের মোড় এ ঘটনা ঘটে।

নিহত রিমন, বন্দর উপজেলার নবীগঞ্জ কামালউদ্দিন মোড় এলাকার মৃত কাইয়ুম মিয়ার ছেলে। আহতরা হলেন, আরজিদ (২৫), সাইহিদ (২৭) ও সিএনজি চালক মো. তোফাজ্জল ( ৫৫)।

নিহতের স্বজনরা জানায়, সকালে বন্ধুর বিয়ের আনুষ্ঠান থেকে মোটরসাইকেলে করে দুই বন্ধু নিয়ে সোনারগাঁ চৌরাস্তার যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। হাজী সাহেব বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটো রিকশার সঙ্গে সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেলে থাকা ৩ জনকে গুরুত্ব আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরে মোটরসাইকেল চালক কে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মোটর সাইকেল থাকা দুই বন্ধু আরজিদ (২৫) ও সাঈদ (২৭) গুরুত্বর আহত হয়েছেন। এছাড়া সিএনজি চালক আহত হয়েছেন, তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।