বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে সড়ক অবরোধ করে মিছিল বের করে কেন্দ্রীয় মহিলা দল নেতাকর্মীরা।
বুধবার (১৫ নভেম্বর) সকালে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মিছিল বের করা হয়।
মিছিল শেষে নারায়ণগঞ্জ-২ আসনের মনোনয়ন প্রত্যাশী ও মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার বলেন, শেখ হাসিনার পদত্যাগ, গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবী আদায়ের লক্ষে আমরা রাজপথে নেমেছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সুলতানা আহমেদ সহ দলের নেতাকর্মীরা।